লিওনেল মেসির জীবন কাহিনী | Lionel Messi Jeevan Kahini

লিওনেল মেসির জীবন কাহিনী | Lionel Messi Jeevan Kahini - “লিওনেল মেসি” যার পুরো নাম লিওনেল আন্দ্রেস “লিও” মেসি । লিওনেল মেসি আর্জেন্টিনায় ১৯৮৭ সালের ২৪ জুন জন্মগ্রহন করেন । তিনি একজন পেশাদার ফুটবল খেলোয়াড় । লিওনেল মেসিকে রেকর্ডের বরপুত্র বলা হয় ।

লিওনেল মেসি মোট ৭বার ব্যালন ডি অর পুরস্কার অর্জন করেছেন । এর পাশাপাশি তিনি ছয়বার ইউরোপীয় গোল্ডেন বুট জয় করেন । যা ফুটবলের ইতিহাসে একটি রেকর্ড । এছাড়াও অসংখ্য রেকর্ড তার দখলে । আজকের ব্লগ পোস্টে লিওনেল মেসির জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো ।

আরও পড়ুনঃ ব্যালেন ডি অর ২০২২ | ব্যালন ডি অর তালিকা ২০২২

লিওনেল মেসির জীবন কাহিনী | Lionel Messi Jeevan Kahini

অন্য পোস্টঃ নতুন পাসপোর্ট করতে কি কি লাগে | Passport Korte Ki Ki Lage

লিওনেল মেসি তার পেশাদার জীবনের পুরোটা সময় কাটিয়েছেন বার্সেলোনাতে । সেখানে লিওনেল মেসি ১০টি লা লিগা, ৬টি কোপা দেল রে, ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগসহ সর্বমোট ৩৩টি শিরোপা জয় করেন । এই পরিসংখ্যান বার্সেলোনার ইতিহাসে একটি রেকর্ড । ২০২১ সালের ৫ আগস্ট তিনি বার্সেলোনা ছাড়া ঘোষনা দেন । তিনি বর্তমানে পিএসজিতে খেলছেন ।

লিওনেল মেসি জীবনী

লিওনেল মেসি মধ্য আর্জেন্টিনায় ১৯৮৭ সালের ২৪ জুন জন্মগ্রহন করেন । ছেলে বেলায় গ্রোথ হরমোন সংক্রান্ত শারীরিক জটিলতায় আক্রান্ত হন । সে সময় কোনো তার পরিবারের পক্ষে তার চিকিৎসা খরচ বহন করা সম্ভব ছিলো না । সেই মুহুর্তে বার্সেলোনা ক্লাব তার পাশে দাড়ায় এবং তার সমস্ত চিকিৎসা খরচ দিতে সম্মত হয় । মাত্র ১৩ বছর বয়সে মেসি বার্সেলোনা ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হন । এরপর তিনি স্পেনে পাড়ি জমান ।

২০০৪ সালের অক্টোবরে মাত্র ১৭ বছর বয়সে তার বার্সেলোনা মূল দলে তার অভিষেক ঘটে । ২০০৭ সাল থেকে বার্সেলোনা ক্লাব দলের অপরিহার্য প্লেয়ারে পরিনত হন । ২০০৭ সালে ব্যালেন ডি অর – এ তৃতীয় স্থান এবং ফিফা বর্ষসেরা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেন । ২০০৮ সাল থেকে তিনি বার্সেলোনা দলের নিয়মিত হয়ে ওঠেন ।

পেশাদার ফুটবল জীবনের শুরুতে ইনজুরি-প্রবণ হলেও পরবর্তিতে তিনি বার্সেলোনা এবং নিজের দেশ আর্জেন্টিনা দলের অবিচ্ছেদ্য অংশে পরিনত হন । এক অসাধারণ ফুটবল খেলোয়াড় হিসাবে মেসির দখলে রয়েছে লা লিগার সর্বোচ্চ সংখ্যক গোল, যার গোল সংখ্যা ৪৪০টি । 

লা লিগা এবং ইউরোপীয় লীগের এক মৌসুমে সর্বোচ্চ সংখ্যক গোল, যার গোল সংখ্যা ৫০টি । ইউরোপীয় লীগের এক মৌসুমে সর্বোচ্চ সংখ্যক গোল, যার গোল সংখ্যা ৭৩টি গোল । এক Calendar year-এ সর্বোচ্চ সংখ্যক গোল, যার গোল সংখ্যা ৯১টি । El Clasico এর ইতিহাসে সর্বোচ্চ সংখ্যাক গোল, যার গোল সংখ্যা ২৬টি এবং লা লিগায় ৩৪টি ও ও চ্যাম্পিয়নস লীগে (৮) সর্বোচ্চ হ্যাট্রিকের কৃতিত্ব অর্জন করেন ।

এর পাশাপাশি মেসি একজন সৃষ্টিশীল প্লেমেকার হিসেবেও পরিচিত। তিনি লা লিগায় ১৮৩টি এবং কোপা আমেরিকার ১২টি ইতিহাসে সর্বোচ্চ গোলে সহায়তাকারীর কৃতিত্বেরও মালিক। জাতীয় দল এবং ক্লাবের হয়ে তিনি ৭০০ এর অধিক পেশাদার গোল করেছেন ।

মেসির ব্যালন ডি'অর কয়টি

ব্যালন ডি অর পুরস্কার ব্যক্তিগত পর্যায়ে ফুটবলারদের জন্য একটি প্রাচীনতম পুরস্কার । ব্যালন ডি অর পুরস্কারকে ফুটবলারদের জন্য একটি মর্যাদাবাহী পুরস্কার হিসেবে গণ্য করা হয় । এই পুরস্কারটি ১৯৫৬ সাল থেকে সেরা ফুটবলারদের দেওয়া হয়ে থাকে ।

লিওনেল মেসি ব্যালন ডি অর পুরস্কার ২০২১ সাল পর্যন্ত মোট ৭বার অর্জন করেন যা একটি রেকর্ড । এই রেকর্ডের কারনে তাকে ফুটবলের বরপুত্র বলা হয় । লিওনেল মেসি ব্যালন ডি অর পুরস্কারের তালিকা নিচে দেওয়া হলো ----

অন্য পোস্টঃ 

লিওনেল মেসি ও ব্যালন ডি অর

২০০৯ ক্লাব বার্সেলোনা, ২০১০ ক্লাব বার্সেলোনা, ২০১১ ক্লাব বার্সেলোনা, ২০১২ ক্লাব বার্সেলোনা, ২০১৫ ক্লাব বার্সেলোনা, ২০১৯ ক্লাব বার্সেলোনা, ২০২১ ক্লাব পিএসজি ।

মেসির জন্মদিন

লিওনেল মেসি আর্জেন্টিনার রোজারিওতে ১৯৮৭ সালের ২৪ জুন জন্মগ্রহন করেন । তার বাবার নাম হোর্হে হোরাসিও মেসি এবং মায়ের নাম সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি । মেসির বড় দুই ভাই এবং ছোট এক বোন রয়েছে । তাদের নাম রদ্রিগো, মাতিয়াস ও বোনের মারিয়া সল ।

মেসির উচ্চতা কত ফুট?

লিওনেল মেসির উচ্চতা ১.৭০ মিটার বা ৫ ফুট ৭ ইঞ্চি ।

আর্জেন্টিনার হয়ে মেসির গোল সংখ্যা কত?

লিওনেল মেসির আর্জেন্টিনার জাতীয় দলে ২০০৫ সালের ১৭ আগস্ট, ১৮ বছর বয়সে হাঙ্গেরির বিপক্ষে অভিষেক হয় । ২০০৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ১৫৮ ম্যাচে ৮০ গোল করেন ।

মেসির গোল সংখ্যা

লিওনেল মেসি এর অফিসিয়াল গোল সংখ্যা ৭৫৮টি (২০২১ পর্যন্ত) । তিনি প্রাক্তন ক্লাব বার্সেলোনার হয়ে ৬৭২টি গোল, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৮০টি গোল এবং পিএসজির হয়ে ৬ গোল করেছেন ।

বিশ্বকাপে মেসির গোল সংখ্যা

লিওনেল মেসি ৫টি ফিফা বিশ্বকাপের (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২) ২১টি ম্যাচে মোট ১৩ টি গোল করেছেন । গাব্রিয়েল বাতিস্তুতা ছিলেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন । কিন্তু ২০২২ সালের বিশ্বকাপে ৭টি এবং ৫টি বিশ্বকাপে মোট ১৩ টি গোল করে আর্জেন্টিনার পক্ষে  বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ।

মেসির হ্যাটট্রিক কয়টি

লিওনেল মেসি বর্তমানে পিএসজি ক্লাবের হয়ে খেলছেন । তার দির্ঘ্য খেলোয়াড় জীবনে ৫৪টি হ্যাটট্রিক করেছেন । ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানইউ ক্লাবের খেলে থাকেন । ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলোয়াড় জীবনে হ্যাটট্রিক করেছেন ৬০টি ।

ক্রিশ্চিয়ানো রোনালদোর মোট ৬০টি হ্যাটট্রিক নিয়ে এই তালিকায় প্রথম স্থান দখল করে আছেন এবং তার পরেই ৫৪টি হ্যাটট্রিক নিয়ে লিওনেল মেসি দ্বিতীয় স্থানে আছেন ।

মেসির ধর্ম

লিওনেল মেসি ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় জন্মগ্রহন করেন এবং জন্ম সুত্রে মেসি আর্জেন্টিনার নাগরিক । ল্যাটিন আমেরিকার বেশির ভাগ দেশগুলোর নাগরিক খ্রিস্টান ধর্মের অনুসারি । 

আর্জেন্টিনার জনসংখ্যার সিংহভাগ অর্থাৎ ৭১ শতাংশ নাগরিকই খ্রিস্টান ধর্মালম্বী । আর্জেন্টিনায় ক্যাথলিক খ্রিস্ট ধর্ম চর্চা হয় বেশি । এ থেকে এটা স্পষ্টত যে লিওনেল মেসি ক্যাথলিক ক্রিস্টান ধর্মের অনুসারী ।

লিওনেল মেসির বর্তমান ক্লাব কোনটি

লিওনেল মেসির বর্তমান ক্লাব হচ্ছে পারি সাঁ-জেরমাঁ ফুটবল ক্লাব (Paris Saint-Germain FC) ইউরোপের ফ্রান্সের রাজধানী প্যারিস নগরীতে অবস্থিত একটি পেশাদার ফুটবল ক্লাব । এটি সংক্ষেপে পিএসজি (PSG) নামেও পরিচিত।

লিওনেল মেসির বয়স কত?

লিওনেল মেসি আর্জেন্টিনায় ১৯৮৭ সালের ২৪ জুন জন্মগ্রহন করেন । তার বয়স বর্তমানে ৩৪ বছর ।

লিওনেল মেসির আয়

লিওনেল মেসি বার্সেলোনা ক্লাব ছেড়ে দিয়ে পিএসজি-এর হয়ে খেলছেন । ফরাসি এই ক্লাবটির সংঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন । দুই বছর তিনি পিএসজিতে খেলবেন ৭০মিলিয়ন ইউরোর বিনিময়ে ।

তার মানে প্রতি বছর তার বেতন পাবেন ৩৫ মিলিয়ন ইউরো । বাংলাদেশের টাকার হিসাবে যার পরিমান সাড়ে তিনশো কোটি টাকা ।

হিসাব মতে লিওনেল মেসির মাসিক আয় তিন মিলিয়ন ইউরো (২৯কোটি ৮৯ লাখ ৪০ হাজার ৮০৪ টাকা) । তার সাপ্তাহিক আয় প্রায় ৭ কোটি ৩৫ হাজার ২০০ টাকা । তার প্রতিদিনের আয় প্রায় ১ কোটি ৬ লাখ ৭৬ হাজার ৪৫৭ টাকা । প্রতি মিনিটে লিওনেল মেসির আয় ৭ হাজার ৪১৪ টাকা ।


এই রকম আরো সুন্দর সুন্দর পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।


অন্য পোস্টঃ অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন | ভোটার আইডি কার্ড সংশোধন

Previous Post Next Post