ব্যালেন ডি অর ২০২২ | ব্যালন ডি অর তালিকা ২০২২

ব্যালেন ডি অর ২০২২ | ব্যালন ডি অর তালিকা ২০২২ - ব্যালন ডি’অর বা বালোঁ দর একটি ফরাসি শব্দ । এর অর্থ হচ্ছে "সোনার ফুটবল" । ব্যালেন ডি অর একটি ফুটবল পুরস্কার যা প্রতি বছর ফরাসি ক্রীড়া সাময়িকী France Football প্রদান করে থাকে । এই পুরস্কারটি ১৯৫৬ সাল থেকে প্রদান করা শুরু হয় । আজকের ব্লগ পোস্টে জানবো যে ব্যালেন ডি অর ২০২২ কারা পেলেন ।

অন্য পোস্টঃ যোগ ব্যায়াম করার উপকারিতা | Benefits of Yoga Exercises

ব্যালেন ডি অর ২০২২ | ব্যালন ডি অর তালিকা ২০২২

অন্য পোস্টঃ 

ফরাসি ক্রীড়া লেখক-সাংবাদিক গাব্রিয়েল আনো এই পুরস্কারটির পরিকল্পনা করেন । ১৯৫৬ সাল ব্যালেন ডি অর শুধুমাত্র ইউরোপীয় ফুটবল খেলোয়াড়দেরকে প্রদান করা হত এবং এটি সেসময় বর্ষসেরা ইউরোপীয় ফুটবলার পুরস্কার হিসেবে পরিচিত ছিল ।

১৯৯৫ সাল থেকে ইউরোপীয় ক্লাবে সক্রিয় যেকোনও জাতীয়তার খেলোয়াড়কে এই পুরস্কারের আওতায় আনা হয়। ২০০৭ সালে সমগ্র বিশ্বের সমস্ত পেশাদার ফুটবল খেলোয়াড়কে এই পুরস্কারের আওতায় আনা হলে এটি একটি বিশ্ব পুরস্কারে পরিণত হয় । ব্যালেন ডি অর ব্যক্তিগত পর্যায়ে ফুটবল খেলোয়াড়দের জন্য সবচেয়ে প্রাচীন পুরস্কারগুলির মধ্যে অন্যতম ।

ব্যালেন ডি অর ২০২২

১৮ অক্টোবর ২০২২ ফ্রান্সের রাজধানী প্যারিসের থিয়েটার দ্য শ্যালোতে বিশ্ব ফুটবলের অন্যতম গৌরবময় পুরস্কার ব্যালেন ডি অর ২০২২ – এর আসর বসে । থিয়েটার দ্য শ্যালোতে ছিল বিশ্ব ফুটবলের তারকায় পরিপূর্ণ । ১৯৫৬ সাল থাকে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন প্রতি বছর মর্যাদাপূর্ণ এই পুরুস্কার দিয়ে থাকে ।

ব্যালন ডি অর তালিকা ২০২২

এবার চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ২০২২ এর ব্যালেন ডি অর-এর পুরস্কার কারা পেল ---

👉 সেরা ফুটবলার (ব্যালেন ডি অর)

  • পুরুষ: করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ-ফ্রান্স)
  • নারী: অ্যালেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা-স্পেন)

👉 সেরা স্ট্রাইকার (জার্ড মুলার ট্রফি)

  • রবার্ট লেভান্ডভোস্কি (বার্সেলনা-পোল্যান্ড)

👉 সেরা তরুণ ফুটবলার (কোপা ট্রফি)

  • গাভি (বার্সেলনা-স্পেন)

👉 সেরা গোলরক্ষক (ইয়াসিন ট্রফি)

  • থিবো কের্তোয়া (রিয়েল মাদ্রিদ-বেলজিয়াম)

👉 সক্রেটিস অ্যাওয়ার্ড (প্রথমবার)

  • সাদিও মানে (লিভারপুল-সেনেগাল)

👉 বর্ষ সেরা ক্লাব

  • ম্যানচেস্টার সিটি

নোটঃ ১৯৯৮ সালে সাবেক তারকা জিনেদিন জিদানের পর এই প্রথম কোনো ফরাসি ফুটবলার ব্যালেন ডি অর জয় করেন । এর আগে ব্যালেন ডি অর বিজয়ী ফরাসি খেলোয়াড় হলেন রেমন্ড কোপা (১৯৫৮), মিশেল প্লাতিনি (১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫), জিন-পিয়েরে পাপিন (১৯৯১) ও জিনেদিন জিদান (১৯৯৮) ।

সেই সাথে সব থেকে বয়স্ক ফুটবলার হিসাবে বেনজেমা (৩৪ বছর) ব্যালেন ডি অর জয় করলেন । কেভিন ডি ব্রুনাই ও সাদিও মানকে পেছনে ফেললেন বেনজেমা ।  উল্লেখ্য, ব্যাক্তি হিসাবে সর্বাধিক ৭ বার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ব্যালেন ডি অর জয় করেন ।

ব্যালন ডি অর এর মূল্য কত?

আমাদের মাঝে অনেক ফুটবল ভক্ত রয়েছেন তারা জানতে চান যে মর্যাদার্পূর্ণ এই পুরস্কারের প্রাইজ মানি বা মূল্য কত? এর উত্তর হলো ব্যালন ডি অর এর মূল্য ৩৫০০ মার্কিন ডলার মাত্র । যা বাংলাদেশী টাকায় এর মূল্য তিন লাখ পঞ্চাশ হাজার টাকার মতো ।

ব্যালন ডি অর এর প্রাইজ মানি খুব কম হলেও এটা অত্যান্ত সম্মান জনক ও প্রাচীন পুরষ্কারের মধ্যে অন্যতম । এই পুরস্কারকে ফুটবল খেলোয়াড়দের নোবেল বলেও পরিচিত ।

ব্যালন ডি অর কি দিয়ে তৈরি?

ব্যালন ডি অর যার অর্থ হচ্ছে "সোনার ফুটবল" । এটি সোনার মতো দেখালেও পুরোটা সোনার তৈরী নয় । এটি গোলাকার একটি ফুটবল আকৃতির পাতের উপর সোনার পাত দিয়ে সুন্দর ভাবে বসানো থাকে । যেটাকে দেখতে সোনালী বলের মতো দেখায় ।

ব্যালন ডি অর ট্রফিটি তৈরীতে ১৮ ক্যারেট স্বর্ণ ব্যবহার করা হয় । তৈরির পর এর ওজন দাঁড়ায় ৫ Kg এবং প্রশস্ত ৩১ সেন্টিমিটার । প্রথম ব্যালন ডি অর তৈরি করে ফ্রান্সের স্বনামধন্য জুয়েলারি প্রতিষ্ঠান “মেল্লেরিও ডিটস মেল্লের” ।

ব্যালেন ডি অর
ব্যালেন ডি অর হাতে রোনালদো ও মেসি

ব্যালন ডি অর কে কতবার পেয়েছে?

২০২১ সাল পর্যন্ত একক খেলোয়াড় হিসাবে সব থেকে বেশিবার ব্যালন ডি অর পুরস্কার জয় করেছেন । তিনি মোট ৭ (সাত) বার জয় করেছেন ।

যেসব খেলোয়াড় কমপক্ষে একাধিক বার ব্যালন ডি অর পুরস্কার জয় করেছেন তাদের তালিকা নিচে দেওয়া হলো ---

  • লিওনেল মেসি ৭ বার
  • ক্রিস্টিয়ানো রোনালদো ৫ বার
  • মিশেল প্লাতিনি ৩ বার
  • মার্কো ফন বাস্তেন ৩ বার
  • ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ২ বার
  • আলফ্রেদো দি স্তেফানো ২ বার
  • কেভিন কিগান ২ বার
  • রোনালদো ২ বার
  • কার্ল-হাইন্ৎস রুমেনিগে ২ বার

মেসির ব্যালন ডি অর কয়টি?

আর্জেন্টাইন তারকা খেলোয়াড় লিওনেল মেসি মোট ৭ বার ব্যালন ডি অর জয় করেছেন, যথা - ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ ও ২০২১ সালে ।

রোনালদোর ব্যালন ডি অর কয়টি?

পর্তুগাল তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো ৫ বার ব্যালন ডি অর জয় করেছেন, যথা - ২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে ।


এই রকম আরো সুন্দর সুন্দর পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।


আরও পড়তে পারেনঃ ইংরেজি নববর্ষের ইতিহাস | বিভিন্ন ভাষায় নববর্ষের শুভেচ্ছা

Previous Post Next Post